Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫

গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ৪ আগস্ট ২০২৫

প্রিন্ট:

গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীকের মরদেহ চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।

৭৭ বছর বয়সী হারুন-অর-রশিদ একটি মামলার হাজিরা দিতে আগের দিন চট্টগ্রামে এসেছিলেন। তিনি ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। সকাল পর্যন্ত সাড়া না মেলায় সংশ্লিষ্টরা তার কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে চিকিৎসকেরা এসে তাকে মৃত ঘোষণা করেন।

১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নে জন্মগ্রহণ করেন হারুন-অর-রশিদ। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং সাহসিকতার জন্য ‘বীর প্রতীক’ খেতাব লাভ করেন।

২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পর তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়।

২০০৬ সালে ডেসটিনিতে যোগদানের পর সংস্থার নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। তবে আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়ে ২০১২ সালে কারাবরণ করেন। পরে জামিনে মুক্ত হন। ২০২২ সালে এক দুর্নীতি মামলায় চার বছরের কারাদণ্ডও হয় তার।

সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের পর হারুন-অর-রশিদই প্রথম সাবেক সেনাপ্রধান যিনি আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাবরণ করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables