Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৫ ১৪৩২, রোববার ১০ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ৯ আগস্ট ২০২৫

প্রিন্ট:

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড

ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৭ আসামিকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।শনিবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। 
আদালত শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশি হেফাজতে নিতে নির্দেশ দেন।

এর আগে শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।কমিশনার বলেন, ‘হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করা হবে।’

গ্রেফতারকৃতরা হলেন: প্রধান আসামি কেটু মিজান (১৫টি মামলা), কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (হানিট্র্যাপ কার্যক্রমে জড়িত), আল আমিন (২টি মামলা), স্বাধীন (২টি মামলা), শাহজালাল (৮টি মামলা), ফয়সাল হাসান, সাব্বির (২টি মামলা) এবং সর্বশেষ গ্রেফতার শহিদুল

জিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা আসামিদের গ্রেফতার করেছি, হত্যার অস্ত্র উদ্ধার করেছি, সিসিটিভি ফুটেজ ও অধিকাংশ প্রমাণ আমাদের হাতে রয়েছে। পিএম রিপোর্ট পেলেই যত দ্রুত সম্ভব চার্জশিট দেয়া হবে। ভিডিওগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।’
 
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পেটের দায়ে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্যও গাজীপুরে নানা অপকর্ম চলছে। ফোর্সের ঘাটতির কারণে আইনশৃঙ্খলা শতভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables