ফাইল ছবি
ফেব্রুয়ারিতে প্রস্তাবিত বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দেখা এবং সরকার, নির্বাচন কমিশন, ভোটে অংশ নিতে আগ্রহী রাজনৈতিক দল এবং অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় আজ ঢাকা আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। আগামী ২৪শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাটাবেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম সফর।
বহু বছর ধরে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চা বিশেষত নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত কমনওয়েলথের সর্বোচ্চ নির্বাহীর অত্যাসন্ন সফরটি নানা কারণে তাৎপর্যপূর্ণ। চারদিনের এই সফরে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করবেন। যার মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ছাড়াও হাইকমিশনার, রাজনৈতিক দলের নেতারা এবং অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন।
জানা গেছে, নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে তা জানা ও বোঝার চেষ্টা করবেন তিনি। সেইসঙ্গে সংঘাত-সহিংসতার আশঙ্কা কতটা প্রবল—তা আগাম মূল্যায়ন করবে কমনওয়েলথ টিম।




