Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১১ ১৪৩২, সোমবার ২৭ অক্টোবর ২০২৫

বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে : সালাহউদ্দিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ২৭ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে : সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ‘বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

এর আগে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে সালাহউদ্দিন আহমেদ জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই বার্তা দিতে চাই, যাতে দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরনী পার হতে পারি।’

তিনি বলেন, ‘প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই- বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables