ফাইল ছবি
শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতে নির্বাসনে বসবাসকারী শেখ হাসিনার রায় তারা “নোট করেছে” এবং ভারত “বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ”।
বিবৃতিতে আরও বলা হয়, “ একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভূক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এই লক্ষ্য অর্জনে আমরা সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাব।”
তবে বিবৃতিতে বাংলাদেশ সরকারের করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।




