ছবি: সংগৃহীত
বুলডোজার নিয়ে ঢাকা কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের একটি মিছিল সোমবার বেলা ১২টার দিকে পৌঁছে ধানমন্ডি ৩২ নম্বরে। উদ্দেশ ৩২ নম্বরের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেয়া।তবে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। বুলডোজার দুটি রাস্তার পাশে রেখে স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা।
এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকলেও বুলডোজারসহ বেশিরভাগই শিক্ষার্থীই রয়ে যায় বাইরেই।
পরে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, পুরো এলাকার নিয়ন্ত্রণ নেন তারা। সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং টিয়ার শেল, লাঠিচার্জে উত্তেজনা ছড়ায় পুরো এলাকায়।
আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
পুলিশ বলছে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা এবং ইট-পাটকেল নিক্ষেপের কারণেই বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অল্প সময়ের জন্য ছত্রভঙ্গ হলেও পরে আবার ৩২ নম্বরের রাস্তায় দেখা যায় সংঘর্ষ।




