Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৭ ১৪৩২, বুধবার ১২ নভেম্বর ২০২৫

পরীক্ষার কথা বলে হোটেলে ওঠেন বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তা : যেভাবে মিললো সন্ধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ১২ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:৪১, ১২ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

পরীক্ষার কথা বলে হোটেলে ওঠেন বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তা : যেভাবে মিললো সন্ধান

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমান চাকরির পরীক্ষা দেয়ার কথা বলে মাদারীপুরের একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। ‘নিখোঁজ’ থাকার দুইদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধারের করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ বলছে, চাকরির পরীক্ষার কথা বলে অগ্রিম ভাড়া পরিশোধ করে হোটেলে ওঠেন নাইম।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সৈয়দ নাঈম রহমান অফিসে যোগ দেন। দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো সন্ধান না পাওয়ায় রাজধানী ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। তার নিখোঁজের খবরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর পৌরশহরের পুরান বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।

আবাসিক হোটেল রয়েল রেস্ট হাউস কর্তৃপক্ষ জানায়, রোববার তাদের হোটেলে ওঠেন নাইম। এ সময় তিনি জানান, একটি চাকরির পরীক্ষা রয়েছে। দুই থেকে তিনদিন হোটেলে থাকবেন। অগ্রিম ভাড়াও পরিশোধ করেন নাইম। হোটেলের রেজিস্ট্রারে তিনি ঠিকানা ব্যবহার করেছেন রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকা। বাবার নাম লিখেছেন সৈয়দ মোস্তাফিজুল রহমান।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, পুলিশ ‍সুপার আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইমকে। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, নাইমকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables