Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩২, বুধবার ২২ অক্টোবর ২০২৫

মালয়েশিয়ার মেলাকা মসজিদ প্রাঙ্গণে মারামারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২২ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

মালয়েশিয়ার মেলাকা মসজিদ প্রাঙ্গণে মারামারি

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার মসজিদ সেলাট মেলাকাতে মঙ্গলবার এক ব্যবসায়ী এবং নিরাপত্তারক্ষীর মধ্যে সংঘটিত মারামারি হয়। মূলত ওই ব্যবসায়ীর স্ত্রীর মাথায় কী পরা ছিল তা নিয়ে এই মারামারি। ঘটনাটি ঘটে স্থানীয় সময় বিকাল প্রায় ৩.২০টার সময়। মসজিদের প্রাঙ্গণে তাদের মারামারির ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড হওয়ার পর ভাইরাল হয়ে যায়। এ খবর দিয়েছে অনলাইন দ্য ডেইলি স্টার।

মেলাকা তেংগাহ পুলিশের সহকারী কমিশনার ক্রিস্টোফার পাটিট বলেন, ৪৭ বছর বয়সী কুয়ালালামপুরের ওই ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে যোহর নামাজের জন্য মসজিদে যান। নিরাপত্তারক্ষী তাদেরকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তিনি জানান, অভিযোগকারী পুলিশের কাছে রিপোর্টে উল্লেখ করেছেন, নিরাপত্তারক্ষী ওই দম্পতিকে ডেকে বলেন যে- ব্যবসায়ীর স্ত্রী হিজাব পরেননি। তবে অভিযোগকারী দাবি করেন, তার স্ত্রী হুডি ব্যবহার করে মাথা ঢেকে রেখেছিলেন। পাটিট বলেন, উভয় পক্ষই তাদের কণ্ঠস্বর বাড়ানোর পর উত্তেজনা বাড়ে। পরে মসজিদ প্রাঙ্গণে ধাক্কাধাক্কি ও ঘুষি মারার ঘটনা ঘটে। ফলে অভিযোগকারী কাঁধে ব্যথা পান।

তিনি বলেন, তদন্তে জানা গেছে এই ঘটনা দুই পক্ষের মধ্যে একটি ভুল বোঝাবুঝি থেকে উদ্ভূত। অভিযোগকারী ইতিমধ্যেই তিনবার মসজিদে গিয়েছেন এবং প্রতিবারই তিনি একই নিরাপত্তারক্ষীর হাতে তিরস্কারে মুখে পড়েছেন। তৃতীয়বার যাওয়ার সময়, তিরস্কার একটি তর্কের জন্ম দেয় এবং এরপরের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পাটিট উল্লেখ করেন, তবে অভিযোগকারী পরে রিপোর্টটি প্রত্যাহার করেন এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে সম্মত হন। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables