Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৫ ১৪৩২, মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

লঘুচাপের আভাস বুধবার থেকে বাড়বে বৃষ্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২, ২১ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

লঘুচাপের আভাস বুধবার থেকে বাড়বে বৃষ্টি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ তৈরি হচ্ছে। এটি দ্রুতই নিম্নচাপে রূপ নিতে পারে। ফলে আগামী বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে পরদিন আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে তা আরও বিস্তৃত হয়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ পর্যন্ত ছড়াতে পারে। এ সময় দিন ও রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।শুক্রবার থেকে বৃষ্টির পরিধি আরও বাড়বে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে– রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছিল, অক্টোবর মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি মাসের শুরুতেই হয়েছিল। বাকি দুটি লঘুচাপের মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বছরে দুটি সময়কে ঘূর্ণিঝড়প্রবণ ধরা হয়– মৌসুমি বায়ু আসার আগে (এপ্রিল-মে) এবং মৌসুমি বায়ু বিদায়ের পর (অক্টোবর-নভেম্বর)। সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো হয় নভেম্বর মাসে। সেই হিসেবে চলতি মাসেও ঘূর্ণিঝড়ের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables