
ফাইল ছবি
পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে রাত্রিযাপন করা যাবে কিনা, এ ব্যাপারে এখনো চূড়ান্ত করা হয়নি। পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বসে এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে।রোববার সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
রিজওয়ানা বলেন, দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনায় ষড়যন্ত্র রয়েছে কিনা, প্রতিটি ঘটনার তদন্ত হবে। এর আগে এসব ঘটনা নাশকতা কিনা, এ ব্যাপারে মন্তব্য করা ঠিক নয়।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কোন প্রক্রিয়ায় হবে, এ ব্যাপারে ৩১ অক্টোবরের মধ্যে সম্ভাব্য সুপারিশ দেবে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদে এনসিপিসহ যেসব রাজনৈতিক দল সই করেনি, তারাও জুলাই সনদে সই করবে বলে আশা করছি।