
ছবি: সংগৃহীত
দীপাবলির প্রথম প্রহরে মালয়েশিয়ার কেদাহ প্রদেশের কুলিম এলাকায় ভয়াবহ আতশবাজি বিস্ফোরণে ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, বাকিদের মধ্যে এক বাংলাদেশিসহ ২১ জন হালকা দগ্ধ ও কাটা-ছেঁড়ার আঘাত পেয়েছেন।
বারনামা সহ দেশটির প্রায় সবকটি মেইনস্ট্রিম মিডিয়া মালয়েশিয়ার কুলিম জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুলকিফলি আজিজান এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঘটনাটি ঘটে মধ্যরাত ১২টা ৪৫ মিনিটের দিকে, কুলিমের জালান পায়া বেসার এলাকায়। গুরুতর আহত ব্যক্তির কপালে প্রায় ৫ সেন্টিমিটার লম্বা ক্ষত হয়েছে।
পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট আরও জানিয়েছেন, “বাকি ২১ জনের হাতে-পায়ে হালকা পোড়া ও কাটা-ছেঁড়ার দাগ পাওয়া গেছে, যা আতশবাজির টুকরো থেকে হয়েছে বলে ধারণা।”
দি স্টার অনলাইন জানিয়েছে, পুলিশের একটি টহল দল রাত ৯টা থেকে ভোর ২টা পর্যন্ত অপরাধ দমন বিষয়ে অভিযান চালাচ্ছিল। তারা প্রথমে ঘটনাস্থলে ট্রাফিক জ্যামের খবর পায়। অতিরিক্ত বাহিনী পাঠানোর পর দেখা যায়, সেখানে বিপুল জনসমাগম হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় আছেন। তদন্তে জানা যায়, সড়কের পাশে স্থানীয় লোকজনের আয়োজিত আতশবাজি প্রদর্শনের সময়ই বিস্ফোরণ ঘটে। দুইটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়।
সুপারিনটেনডেন্ট জুলকিফলি জানিয়েছেন, রাত ১টা ৩০ মিনিটের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।