
ছবি: সংগৃহীত
অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হওয়ার পর আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।শুক্রবার আফগানিস্তানের খামা প্রেস জানিয়েছে, দেশটির পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ঘটনার পর পাল্টা হামলা শুরু করেছে আফগান বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর বিষয়ে একমত হওয়ার ঘোষণা দিলেও আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব পাকতিকা প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান। এরপর তালেবান বাহিনী পাকিস্তানে পাল্টা হামলা চালিয়েছে।
তালেবান-নিয়ন্ত্রিত জাতীয় রেডিও ও টেলিভিশন শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, উরগন ও বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।পাকতিকা কমান্ডিং সেন্টার খামা প্রেসকে পাকিস্তানি বিমান হামলায় ছয়জন নিহত ও সাতজন আহত হওয়ার ঘটনাকে বিনা উসকানিতে আফগানিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
চলমান সংঘাত নিরসনে কাতারের দোহায় আলোচনায় বসছেন পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা। আলোচনার সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, শুক্রবার পাকিস্তানি প্রতিনিধিদল দোহায় পৌঁছেছে। আর শনিবার আফগান প্রতিনিধিদল সেখানে পৌঁছার কথা রয়েছে।সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দোহায় পরিকল্পিত আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ।