Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩০ ১৪৩২, বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫

বাড়ানো হলো মেট্রোরেল চলাচলের সময় : তবে শুক্রবার আগের সূচিতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ১৬ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

বাড়ানো হলো মেট্রোরেল চলাচলের সময় : তবে শুক্রবার আগের সূচিতে

ফাইল ছবি

আগামী ১৯ অক্টোবর থেকে রাজধানীর মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। ১ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। তবে শুক্রবার চলবে আগের সূচিতেই। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ অক্টোবর উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন এবং মতিঝিল মেট্রোরেল স্টেশন উভয় প্রান্ত থেকে ১ ঘণ্টা বর্ধিত সময়ে ট্রেন চলাচল করবে।

ডিএমটিসিএলের তথ্যমতে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে প্রথম মেট্রো ট্রেন সকাল সাড়ে ৬টায় ছাড়বে এবং সর্বশেষ রাতে সাড়ে ৯টায় ছেড়ে যাবে। অন্যদিকে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন অভিমুখে প্রথম ট্রেন সকাল ৭ টা ১৫ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables