
ছবি: সংগৃহীত
একদিন পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে থাকলেও এখনও বের হচ্ছে ধোঁয়া।রোববার কর্মদিবস শুরুর পর কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের ভিড় বাড়ে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মের বেড়াজালের কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়।
আগুনের ভয়াবহতা অনেকবার দেখেছে বাংলাদেশ। সবশেষ আগুনে পুড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আমদানি করা পণ্যের বিশাল মজুতে আগুন লাগে শনিবার দুপুরে। ২৪ ঘণ্টা পেরুলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে। উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও, ছাই হয়ে যায় মজুত সব আমদানি পণ্য।
এদিকে, ঘটনার পর ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ, নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
শনিবারের আগুন নেভানোর কাজ করতে গিয়ে সব বাহিনী মিলে আহত হন ২৯ জন। তাদের মধ্যে ১৫ জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ১৪ জন আনসার সদস্য কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। নেয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা।
প্রসঙ্গত, ভয়াবহ আগুনে কর্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রফতানি অবকাঠামো।