Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩২, শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬

ঘন কুয়াশার কারণে ঢাকার ৯ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২২, ২ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

ঘন কুয়াশার কারণে ঢাকার ৯ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে দেশ ও বিদেশের তিন বিমানবন্দরে অবতরণ করেছে নয়টি ফ্লাইট। বৃহস্পতিবার  রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ নয়টি আন্তর্জাতিক ফ্লাইটকে রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, কুয়াশার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।আবহাওয়া স্বাভাবিক হলে ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা হয়েছে।

দেশে তীব্র শীতের পাশাপাশি শুক্রবার ঘন কুয়াশাও দেখা গেছে। আগামী পাঁচদিন শীত ও কুয়াশার তীব্রতা অব্যাহত থাকবে বলে শুক্রবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Walton
Walton