Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২ ১৪৩২, শনিবার ১৮ অক্টোবর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১৮ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। একাধিক ফ্লাইট দেশ–বিদেশের অন্য বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়েছে। বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। 

মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, আজ শনিবার বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি, কাজ চলছে। ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন দাউ দাউ করে চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে।

আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন সমকালকে বলেন, 'আজ দুপুরে আমরা আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রাখি। সব পুড়ে ছাই হয়ে গেছে।' ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার খবর পেয়ে দুপুর ২টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। এরপর সেখানে ইউনিট সংখ্যা বাড়তে থাকে। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। 

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরের এয়ারফিল্ড আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং বিকেল ৫টা পর্যন্ত আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এসব ফ্লাইটের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিট। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরে উদ্ধার সহায়তায় ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables