Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৮ ১৪৩২, বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫

বগুড়ায় রেল লাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ১৩ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

বগুড়ায় রেল লাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

ছবি: সংগৃহীত

বগুড়ার সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় রেল লাইনের দুটি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন। 

 

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে যে লাইনের দুটি ফিশপ্লেট খুলে ফেলা হয়েছে। তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখে।

আরও পড়ুন: আ.লীগ ও স্বৈরাচার হাসিনার বিচার দেশের মানুষ করবে: মীর স্নিগ্ধ

তিনি আরও বলেন, ‘অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা। ফিশপ্লেট খুলে ফেলার বিষয়টি ইচ্ছাকৃত নাশকতার ইঙ্গিত দেয়। বিষয়টি নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করেছে। বগুড়া স্টেশন থেকে শুরু করে আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables