ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশে পরে থাকা লাগেজ থেকে ৩২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় সড়কের পাশে থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে থানা পুলিশ। পরে দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি রেখে পালিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, সড়কের পাশে ফেলে রাখা লাগেজে ৩২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল।
এর আগে, গতকাল বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারসহ বিভিন্ন উপাদান উদ্ধার করা হয় এবং তিন যুবককে আটক করা হয়।




