Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

শেখ হাসিনা খালাস পাবেন : আশা আইনজীবী আমির হোসেনের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ১৩ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

শেখ হাসিনা খালাস পাবেন : আশা আইনজীবী আমির হোসেনের

ছবি: সংগৃহীত

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন বলেন আশা করেছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন। 

বৃহস্পতিবার রায়ের তারিখ নির্ধারণের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, আমার প্রত্যাশা, আমার মক্কেলরা খালাস পাবেন। এটা আমি বিশ্বাস করি। ট্রাইবুনালের সব জাজকে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে মামলার সাক্ষী, জবানবন্দি, জেরা শেষ করেছেন। রায়ের জন্য দিন ধার্য করেছেন।

তিনি আরও বলেন, আমি মনে করি, যেসব সাক্ষী জবানবন্দি দিয়েছেন, জেরা হয়েছে, বিভিন্ন সময় আইনজীবী হিসেবে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে সক্ষম হয়েছি। দালিলিক সাক্ষ্য নিয়েও প্রশ্ন তুলেছি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস কবি, আমার মক্কেলরা খালাস পাবেন।

বিচারপ্রক্রিয়া নিয়ে আমির হোসেন বলেন, আমি কোনো অস্বস্তি দেখি নাই। কেউ আমাকে ইন্টারেপ্ট করে নাই। মামলা পরিচালনায় যে সহযোগিতা লাগে যেমন দলিল-দস্তাবেজ, রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী আমাকে দেওয়া হয়েছে। যে সব ডকুমেন্ট পেয়েছি তার আলোকেই আমাকে কাজ করতে হয়েছে।

Walton
Walton