ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে দিনটি ঘিরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিও ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন।
এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
হাইকোর্ট মাজার–সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে বিজিবি, পুলিশ, ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। একইসঙ্গে সেখানে রয়েছে সেনাবাহিনীর টহল দল।
অন্যদিকে যেকোনো নাশকতা ঠেকাতে রাজধানীর মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। এদিকে শাহবাগ, বাংলামোটর, কাওরানবাজার, ফার্মগেট, আসাদগেট, বিজয় সরণীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। সন্দেহভাজন কাউকে দেখলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




