Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩২, সোমবার ১০ নভেম্বর ২০২৫

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক-অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৮, ১০ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক-অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

ছবি: সংগৃহীত

কুমিল্লা চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক। এ সময় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন।তিনি জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক চৌদ্দগ্রাম লাকসাম সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া এলাকার মোড়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও একটি ইজিবাইককে ধাক্কা দেয় ওই ট্রাকটি। এতে অটোরিকশা ও ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিন যাত্রী মারা যান।

এ সময় আহত হয়েছেন ছয়জন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables