ফাইল ছবি
ভারত ত্যাগের সময় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত এলাকা থেকে ৪৮ জন কথিত বাংলাদেশিকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রোববার এ কথা জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক কর্মকর্তা জানান, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া (এসআইআর) শুরুর ঘোষণার পর এসব কথিত বাংলাদেশি নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করছিলেন।
বিএসএফ কর্মকর্তার ভাষায়, রোববার বিএসএফ ৩৩ জন কথিত বাংলাদেশিকে আটক করে স্বরূপনগর থানায় হস্তান্তর করেছে। এর আগে শনিবার রাতে আরও ১৫ জনকে ধরা হয়। আটক ব্যক্তিরা পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য রাজ্যে গৃহকর্মী ও শ্রমিক হিসেবে কাজ করতেন। বিএসএফ কর্মকর্তা বলেন, এসআইআর ঘোষণার পর আটক বা দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় তারা পালিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন।
এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা ভোটারদের তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি যান। গত তিন দিনে একই সীমান্ত এলাকায় মোট ৮৯ জন কথিত বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে বিএসএফ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।




