Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩২, শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫

দোভালের আমন্ত্রণ : দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ১৪ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

দোভালের আমন্ত্রণ : দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ফাইল ছবি

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ১৫ মাস আগে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে হাসিনা সরকারকে হটিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর। ভারত মহাসাগরীয় ৫ দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী ২০শে নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের অত্যাসন্ন সপ্তম আসরে বাংলাদেশ বিশেষভাবে আমন্ত্রিত। ভ্রমণ গাইড

দায়িত্বশীল কূটনৈতিক সূত্র রাতে মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে- বহুপক্ষীয় ওই আয়োজনের সাইড লাইনে হোস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গেস্ট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হবে। ক্রমপরিবর্তনশীল উপ-আঞ্চলিক রাজনীতি, ভূ-রাজনৈতিক বাস্তবতা, বিশেষত দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনায় স্থান পেতে পারে। দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরতের বিষয়টি দুই উপদেষ্টা তাদের আলোচনার এজেন্ডায় নিতে সম্মত হয়েছেন কি-না? মধ্যরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। 

উল্লেখ্য, হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানো হলেও দুই দেশের দায়িত্বশীল প্রতিনিধি পর্যায়ে আলোচনায় এ নিয়ে কথা হয়েছে যৎসামান্য! যার জন্য এতোদিনও দিল্লি বাংলাদেশ সরকারের চিঠির জবাব দেয়ারও প্রয়োজন মনে করেনি। এ নিয়ে একাধিকবার মিডিয়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তিনি বারবারই প্রসঙ্গটি এড়িয়ে যান।  

প্রসঙ্গত: গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার সরকারের পতনের এক মাস পর নিউইয়র্কে ড. এস জয়শঙ্করের প্রথম সাক্ষাৎ হয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। সেখানকার আলোচনা এবং সিদ্ধান্ত মতে গত বছরের ডিসেম্বরে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরের এপ্রিলে ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে মুখোমুখি বৈঠক হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তাছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি লেভেলে এবং যৌথ নদী কমিশনের কারিগরি টিমের বৈঠকও হয়। পরবর্তীতে কনস্যুলার সংলাপ আর বাণিজ্যসচিব পর্যায়ে বৈঠকের প্রস্তাব থাকলেও তাতে দিল্লির সাড়া মিলেনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables