Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩২, বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫

সাব-জেলে ১৫ সেনা কর্মকর্তা : নিরাপত্তায় ৩৫ কারারক্ষী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৪, ২২ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

সাব-জেলে ১৫ সেনা কর্মকর্তা : নিরাপত্তায় ৩৫ কারারক্ষী

ছবি: সংগৃহীত

গত ১৭ বছরে বিভিন্ন সময় গুম-অপহরণ, নির্যাতন, খুন ও জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাস এলাকায় স্থাপিত সাব-জেলে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এই সাব-জেল কারা কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে, যা সার্বিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে তাদের জন্য আলাদা সাব-জেল স্থাপনের কারণ কী?

বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা এসেছেন, ওনাদের নিয়ে আসা হয়েছে। সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেটা আমরা খুবই পজিটিভলি (ইতিবাচকভাবে) দেখছি।
 
তবে তাদের সাব-জেল বা অন্য কোথায় রাখা হবে, সেটা দেখা ও তদারকির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ওনারা যেটা যথোপযুক্ত মনে করবেন, সেটাই করবেন।
 
এদিকে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ১৫ জন আদালতে আত্মসমর্পণ করেছেন। আমরা তিনটি আবেদন করেছি। এর মধ্যে জামিন আবেদন ২০ নভেম্বর শুনানি হবে। এছাড়া প্রিভিলেজ কমিউনিকেশন ও তাদের যেন সাব-জেলে রাখা হয় এটাও চাওয়া হয়।’
 
ক্যান্টনমেন্ট এলাকায় স্থাপিত সাব-জেল নিয়ে এই আইনজীবী বলেন, ‘এ বিষয়টি জেল কর্তৃপক্ষ দেখবেন। তাদের সেনানিবাসে যে সাব-জেল (উপ কারাগার) ঘোষণা করা হয়েছে সেখানে নেয়া হয়েছে।’এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকবে।
 
তিনি বলেন, ‌‌তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। তার মানে কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন তারা। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাব-জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন বা অন্য কোথাও রাখবেন এই অথোরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের।
 
সাব-জেলে নিরাপত্তা কেমন

আসামিদের সেনানিবাসে একটি সাব-জেলে রাখা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। রানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অধীনে এটি পরিচালিত হবে। এরইমধ্যে দায়িত্ব বুঝে নেয়া হয়েছে। আজকের জন্য ৩৫ জন কারারক্ষী সেখানে নিয়োজিত থাকবেন।
 
সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ ইসলাম সময় সংবাদকে বলেন, আমরা বন্দির সংখ্যা হিসেবে কারারক্ষী নিয়োজিত করি। আজকের জন্য ৩৫ জন নিয়োজিত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী কম বেশি হতে পারে।
 

সাব-জেলে ১৫ সেনা কর্মকর্তা, নিরাপত্তায় ৩৫ কারারক্ষী
গত ১৭ বছরে বিভিন্ন সময় গুম-অপহরণ, নির্যাতন, খুন ও জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাস এলাকায় স্থাপিত সাব-জেলে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এই সাব-জেল কারা কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে, যা সার্বিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables