ছবি: সংগৃহীত
গাজীপুরের রাজেন্দ্রপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার দুপুর ১টার দিকে নগরীর বাঘের বাজার এলাকার ফিনিক্স নামে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর বাঘের বাজার এলাকায় ওই ক্যামিকেল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।




