Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৪ ১৪৩২, বুধবার ১৯ নভেম্বর ২০২৫

গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১৯ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

২ ঘণ্টা পর গাজীপুরের রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।বুধবার  দুপুর ২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট চেষ্টা চালিয়ে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় ওই কয়েল কারখানায় আগুন লাগে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও সাতটি ইউনিট। এরপর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables