Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩২, মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫

মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ১৭ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের সি-ব্লক মোড়ে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। স্থানীয়দের ভাষ্য-কিবরিয়াকে অন্তত ৭ রাউন্ড গুলি করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। 

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর সেকশন-১২ এর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামক একটি দোকানে বসে ছিলেন পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়া। এর কিছুক্ষণ পরই তিনজন লোক মোটরসাইকেলে এসে ওই দোকানের ভেতরে ঢুকে কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান। তিনি বলেন, আমাদের কাছে বিএনপি নেতাকে গুলি করার খবর এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা কি নিয়ে এই গুলির ঘটনা ঘটিয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা পুরো বিষয়টি নিয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables