
ফাইল ছবি
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী প্রাঙ্গণে করোনা পর্ব থেকে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি সকলের প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হয়েছে। রবীন্দ্র অনুরাগী মানুষ এর ফলে খুশি হয়েছেন। তবে এবার পর্যটকদের সুবিধার্থে বিশ্বভারতী কর্তৃপক্ষ হেরিটেজ ওয়াকের ব্যবস্থা করেছেন।
বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বুধবার জানিয়েছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্থান যাতে পর্যটকরা ভালোভাবে দেখতে পারেন তার ব্যবস্থা আমরা করছি। পর্যটকদের যারা ঘুরিয়ে দেখাবেন তার জন্য গাইডেরও ব্যবস্থা আমরা করছি। তিনি জানান,বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় লিফলেট থাকবে। তাতে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী জায়গাগুলির বিবরণ থাকবে।
প্রতি রবিবার করে এই হেরিটেজ ওয়াকের সুবিধা পাওয়া যাবে। পরিষেবা মিলবে। ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখেছেন। বুধবার বিশ্বভারতীর উপাচার্য অন্যান্য আধিকারিকদের নিয়ে যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করেন।
জানা গেছে, ইউনেস্কোর নির্দেশিকা মেনেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। হেরিটেজ ওয়াকের জন্য আলাদা রাস্তা তৈরি হচ্ছে। মৃণালিনী আনন্দ পাঠশালা থেকে চৈত্যবাড়ি হয়ে ছাতিমতলা পর্যন্ত এই রাস্তা তৈরি করা হচ্ছে। মোরামের উপর সিমেন্টের স্ল্যাব বসিয়ে তৈরি হচ্ছে রাস্তা।
তবে শেষ পর্যন্ত হেরিটেজ ওয়াকের জন্য কত রুপির টিকিট কাটতে হবে সেটা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।