Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১০ ১৪৩২, শনিবার ২৬ জুলাই ২০২৫

৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২০, ২৪ জুলাই ২০২৫

প্রিন্ট:

৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তান

ছবি- সংগৃহীত

অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টাকালে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। বুধবার ইরান সীমান্ত ঘেঁষা বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ও ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির খবরে অনলাইন ভার্সনের বলা হয়, বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার মাসকিল এলাকা দিয়ে বাংলাদেশিরা ইরানে প্রবেশের চেস্টা করেন। এলাকাটি অবৈধ অনুপ্রশেবের পথ হিসেবে পরিচিত।

গ্রেপ্তার বাংলাদেশিরা বৈধ বিষায়ন গত জুন ও চলতি জুলাই মাসে পাকিস্তানে প্রবেশ করেন। তবে যথাযথ কাগজপত্র ও বৈধ ছাড়পত্র ছাড়া তারা ইরানে যাওয়ার চেষ্টা করেন।

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা দলবদ্ধ হয়ে ইরানের ঢোকার চেষ্টা করলে তাদের পথরোধ করেন নিরাপত্তারক্ষীরা। ইরানে যাওয়ার কাগজপত্র চাইলে তারা সেগুলো দিতে ব্যর্থ হন।

এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘৩৩ জনের সবাইকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা কোনো মানবপাচার চক্রের সদস্য হতে পারেন। যারা সীমান্ত এলাকায় কার্যক্রম চালান।’ 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables