
ফাইল ছবি
হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়ার মালিবুতে নিজ বাড়িতে রিজাভেয়ার ডগস খ্যাত এই অভিনেতা মারা যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ম্যানেজাররা।
ম্যাডসেনের ম্যানেজার সুসান ফেরিস, রন স্মিথ এবং অভিনেতার জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। অনেকেই তাকে মিস করবেন।’
হলিউড অভিনেতা ম্যাডসেনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘রিজার্ভার ডগস’। এ সিনেমায় সাইকোপ্যাথ খুনি মিস্টার ব্লন্ড চরিত্রে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন। এছাড়াও জনপ্রিয় সিনেমা ’কিল বিল’-এ খলনায়কের ছোট ভাই বাড চরিত্র সিনেমাপ্রেমীদের মনে এখনও তাজা হয়ে আছে।
মাইকেল ম্যাডসেন ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ফায়ার ফাইটার এবং মা ছিলেন চলচ্চিত্র নির্মাতা। তাঁর বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন অভিনেত্রী।
জীবনদশায় তিনবার বিয়ে করেন অভিনেতা। মৃত্যুকালে পাঁচ সন্তান রেখে গেছেন।