Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১০ ১৪৩২, শনিবার ২৬ জুলাই ২০২৫

১২৩ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২৫ জুলাই ২০২৫

প্রিন্ট:

১২৩ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের ১ ও ২ নং টার্মিনালে ১৯৮ জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৩ জন বাংলাদেশি। এর পেছনে অপর্যাপ্ত তহবিল, আবাসন বুকিংয়ের অভাব ও ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্টতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার দেশটির গণমাধ্যম মালয় মেইল ওই তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতকু সেরি মোহাম্মদ সুহেইল বলেছেন, যাদের প্রবেশ প্রত্যাখান করা হয়েছে তাদেরকে নট টু ল্যান্ড (এনটিএল) পদ্ধতিতে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তিনি আরও বলেন, কয়েকজনের ফোনে একেপিএসের কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে। যা সিন্ডিকেটে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। ওই ছবিগুলো আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে সহায়তার জন্য ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে টার্মিনাল ১ এ যে ১২৮ জনকে প্রবেশে বাধা দেয়া হয় তাদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুই জন পাকিস্তান, দুই জন ইন্দোনেশিয়া ও একজন সিরিয়ার নাগরিক। টার্মিনাল ২ এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ১৩ জন ভারতীয়, ৪ পাকিস্তান এবং দুইজন ভিয়েতনামের। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables