
ছবি- সংগৃহীত
ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি স্লিপার বাস দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ জুলাই) ভোরের আগে হা তিন প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি রাজধানী হ্যানয় থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক ট্রাফিক সাইনপোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছেন, যাদের সবাই ভিয়েতনামী। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন অভ্যন্তরীণ পর্যটক ছিলেন যারা ছুটি কাটাতে দা নাং ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার সময় যারা বাসের সামনের দিকের স্লিপার বাংকে ছিলেন, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
কিছুদিন আগে দেশটির অন্যতম পর্যটন স্থান হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হন। ওই নৌকাডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে সড়কে দুর্ঘটনায় দেশটিতে ৫ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছেন। গত বছর একই সময়ে সড়কে মৃত্যু হয়ে ছিল ৫ হাজার ৩৪৩ জনের।