Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৫ ১৪৩২, শুক্রবার ২২ আগস্ট ২০২৫

আরও ৮ জনের করোনা শনাক্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১৭:০৪, ৩ জুলাই ২০২৫

প্রিন্ট:

আরও ৮ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষা করে আট জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ।

অধিদফতর জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২২ জনের। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। 

এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৬১৭ জন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables