Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১০ ১৪৩২, শনিবার ২৬ জুলাই ২০২৫

ভারতের চিকিৎসক দল ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২৩ জুলাই ২০২৫

প্রিন্ট:

ভারতের চিকিৎসক দল ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় আসছে ভারতের একটি বিশেষজ্ঞ দল। বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন তারা।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, এই বিশেষজ্ঞ দলে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুইজন অভিজ্ঞ নার্স রয়েছে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যার মধ্যেই ঢাকায় পৌঁছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যোগ দেবেন তারা।

এদিকে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছে। বুধবার দুপুরে তারা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি বৈঠকে অংশ নেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।

জানা যায়, বিশেষজ্ঞ দলটি রোগীদের অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনে বিশেষায়িত সেবার সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসক দলও ঢাকায় পৌঁছাতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিং চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। আর সিএমএইচে ভর্তি আছেন ২১ জন। সব মিলিয়ে ঢাকার পাঁচটি হাসপাতালে ভর্তি রয়েছেন বিমান দুর্ঘটনায় দগ্ধ ৬৮ জন।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables