Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১০ ১৪৩২, শনিবার ২৬ জুলাই ২০২৫

আহতদের চিকিৎসা সহায়তা

ঢাকায় পৌছেঁছে ভারতীয় চিকিৎসক দল

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ২৩:১৪, ২৩ জুলাই ২০২৫

প্রিন্ট:

ঢাকায় পৌছেঁছে ভারতীয় চিকিৎসক দল

আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা বার্ন চিকিৎসায় অভিজ্ঞ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা প্রদানে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার (২৩ জুলাই) ঢাকায় ভারতীয় দূতাবাসের সূত্র এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের দায়িত্বশীল সূত্র জানায়, দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের এ বিশেষজ্ঞ চিকিৎসকরা বার্ন চিকিৎসায় অভিজ্ঞ। তারা দ্রুতই রোগীদের চিকিৎসা কার্যক্রমে যুক্ত হবেন।

উল্লেখ্য, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ২৯ জন মারা গেছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৭ জন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables