Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩২, শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫

বিহারের বিধানসভা নির্বাচনে জয়ের পথে মোদির জোট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১৪ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

বিহারের বিধানসভা নির্বাচনে জয়ের পথে মোদির জোট

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি জোট নিরঙ্কুশ জয়ের দিকে এগোচ্ছে। ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায়। প্রাথমিক গণনায় ২৪৩ আসনের মধ্যে প্রায় ২০০ আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল (জেডি-ইউনাইটেড বা ইউ) নেতৃত্বাধীন জোট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, শুরুতেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বিরোধী শিবির তথা কংগ্রেস জোট। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং স্থানীয় বেশ কয়েকটি দলের সঙ্গে জোট করে কংগ্রেস। তবে এই নির্বাচনে তারা ৪০টি আসনও নিশ্চিত করতে ব্যর্থ হবে বলে ধারণা করা হচ্ছে। যেখান থেকে তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন জানিয়েছে, ৬ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে ৬৬.৯ শতাংশ ভোট পড়েছে। যা ১৯৫১ সালে বিহারে কোনো নির্বাচনের পর এটিই সর্বোচ্চ।

ভোটার তালিকা পুনর্বিন্যাস নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধী দলের অভিযোগ, প্রকৃত ভোটার বাদ দিয়ে বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যা বিজেপি ও নির্বাচন কমিশন উভয়ই অস্বীকার করেছে। সেপ্টেম্বরের তালিকায় কমিশন ৭ কোটি ৪২ লাখ ভোটারের মধ্যে ৪৭ লাখ নাম বাদ দেয়, যা ১২টি রাজ্যে চলমান বৃহত্তর জাতীয় প্রক্রিয়ার অংশ।

বিহার নির্বাচনে নারী ভোটারদের ঐতিহাসিক অংশগ্রহণকেও ফলাফলের বড় কারণ বলে মনে করা হচ্ছে। এবারের নির্বাচনে নারী ভোটারের উপস্থিতির পরিসংখ্যান ৭১ দশমিক ৬ শতাংশ। যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। উভয় জোটই নারীদের জন্য বিভিন্ন আর্থিক প্রণোদনা ঘোষণা  করেছে। বিহারের এই ফলাফলকে আগামী বছরে পশ্চিমবঙ্গ, কেরালা ও তামিলনাডুর গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। যেখানে এখনো বিজেপি উল্লেখযোগ্য ভিত্তি গড়ে তুলতে পারেনি। 
৭ কোটি ৪০ লাখের বেশি ভোটারের বিহার ভারতের দরিদ্রতম রাজ্য। লাখ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য দেশের অন্যত্র পাড়ি দেয়। এমন রাজ্যে বিজেপি-জেডি(ইউ) এর বড় জয়ের ধারা মোদির দলের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables