 
									ফাইল ছবি
ভারতের পূর্বাঞ্চলে বজ্রপাতে এক সপ্তাহে ৩৩ জন নিহত হয়েছেন। আহত কয়েক ডজন। শুক্রবার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তরফে বলা হয়েছে, ভুক্তভোগীদের বেশিরভাগই কৃষক ও দিনমজুর। রাজ্যের বিভিন্ন স্থানে আরও ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
বিহারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মন্ডল বলেছেন, বজ্রপাতের পর ঝুকিপূর্ণ জেলাগুলোকে সতর্কতার নোটিশ দেয়া হয়েছে। বজ্রপাতে নিহতদের জন্য ৪০ লাখ রুপির ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ২০২৪ সালে বজ্রপাতে কমপক্ষে ২৪৩ জন নিহত হয়েছে।
এছাড়া ২০২৩ সালে নিহত হয়েছেন ২৭৫ জন। বিহারসহ ভারতের পূর্বাঞ্চল প্রতিবছর বন্যার ঝুকিতে থাকে। তীব্র বর্ষা মৌসুমে এতে কয়েক ডজন মানুষ প্রাণ হারান। এছাড়া বাস্তুচ্যুত হন লাখ লাখ মানুষ।





 
											 
											 
											 
											 
											 
											 
											