Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৫ ১৪৩২, রোববার ৩১ আগস্ট ২০২৫

সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০২:১৫, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ০২:১৬, ১৬ জুলাই ২০২৫

প্রিন্ট:

সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়িটি ভাঙা নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের প্রতি ঐতিহাসিক বাড়িটি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে এর সংস্কার ও পুনর্নির্মাণে সহযোগিতায় আগ্রহের কথা জানিয়েছে। 

মঙ্গলবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ করছি যে বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। বাংলার সাংস্কৃতিক জাগরণের প্রতীক হিসেবে ভবনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এটি ভেঙে ফেলার বিষয়টি পুনর্বিবেচনা করা এবং সাহিত্য জাদুঘর ও ভারত-বাংলাদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক হিসেবে এর সংস্কার ও পুন:র্নির্মাণের বিকল্পগুলো খুঁজে দেখা উচিত হবে।

ভারত সরকার এই উদ্দেশ্যে সহযোগিতার করতে আগ্রহী, জানায় ভারতের বিদেশ মন্ত্রক।

এদিকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables