 
									ফাইল ছবি
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ওমরাহ মৌসুমে জনসমাগম নিয়ন্ত্রণ আরও কার্যকর করার লক্ষ্যে নতুন নিয়ম চালু করেছে। এর ফলে ভিসা ইস্যুর পর সৌদি আরবে প্রবেশের আগে ওমরাহ ভিসার বৈধতার মেয়াদ কমানো হয়েছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ওমরাহ ভিসাধারী যদি ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আগে এই বৈধতার সময়সীমা ছিল তিন মাস। নতুন এই নীতিমালা আগামী সপ্তাহেই কার্যকর হবে বলে জানা গেছে।
তবে, সৌদি আরবে প্রবেশের পর হাজিদের অবস্থানকাল তিন মাসই বহাল থাকবে। জাতীয় ওমরাহ ও ভিজিট কমিটির উপদেষ্টা আহমেদ বাজাইফার জানান, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো মক্কা ও মদিনায় তাপমাত্রা কমে আসার সঙ্গে সঙ্গে ওমরাহ যাত্রীর সংখ্যা যে বাড়বে, তার জন্য আগাম প্রস্তুতি নেয়া। তিনি বলেন, এ সিদ্ধান্তের লক্ষ্য হলো দুই পবিত্র নগরীতে ভিড় নিয়ন্ত্রণ করা ও অতিরিক্ত জনসমাগম ঠেকানো। নতুন মৌসুম শুরুর পর থেকে (জুনের শুরু থেকে) সৌদি সরকার ইতিমধ্যে ৪০ লাখেরও বেশি ওমরাহ ভিসা ইস্যু করেছে, যা আগের বছরের তুলনায় রেকর্ড।
কর্তৃপক্ষের ধারণা, আগামী মাসগুলোতে এই সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে। তাই জনসমাগম নিয়ন্ত্রণ, আবাসন সুবিধা ও পরিবহন ব্যবস্থাপনা সহজ করতে সরকার এই পদক্ষেপ নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে প্রশাসনিক ও ডিজিটাল সংস্কার চালু করেছে। এর মধ্যে রয়েছে ভিসা প্রক্রিয়া সরলীকরণ, হাজিদের সেবার মানোন্নয়ন এবং মক্কা-মদিনা সফরকারীদের সার্বিক অভিজ্ঞতা উন্নত করা।





 
											 
											 
											 
											 
											 
											 
											