Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৬ ১৪৩২, শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ২ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি

ফাইল ছবি

গুণী কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতকার ইডিএফ হাসপাতালের পেছনে ৫৩৮ নম্বর যোধপুর পার্কে অবস্থিত তার বাড়িতে এ চুরি হয়।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে ট্যাবে লিখতেন সেটি খোয়া গেছে। লেক থানায় এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় ২৩ তারিখে সর্বশেষ ওই ট্যাবে লিখেছেন। তার বাড়িতে অনেক লোকের আনাগোনা রয়েছে। কীভাবে ট্যাবটি খোয়া গিয়েছে এখনো তা স্পষ্ট নয়। কেউ বা কারা সেটি হাতে নিয়ে চম্পট দিয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

ইতোমধ্যে ওই বাড়ির সিসিটিভি দেখে বিষয়টি শনাক্ত করার কাজ শুরু করা হয়েছে। গত সাত দিনের সিসিটিভির ফুটেজ এক জায়গায় এনে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, খবর পেয়ে সাহিত্যিকের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables