Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৬ ১৪৩২, শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫

কাঁচপুর সেতুর ওপর গাড়ি চাপায় দুই ট্রাকচালক নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

কাঁচপুর সেতুর ওপর গাড়ি চাপায় দুই ট্রাকচালক নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর ওপর অজ্ঞাত যানবাহনের চাপায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

নিহতদের মধ্যে একজনের নাম রাকিব। বয়স আনুমানিক ৩৫ বছর। তার বাড়ি রংপুর জেলায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

মো. জুলহাস উদ্দিন জানান, ভোরে কাঁচপুর ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেটিকে সরানোর জন্য ট্রাকচালক আরেকটি ট্রাকের সাহায্যে সরাতে গেলে ঢাকামুখী লেনের সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকগুলো আটকে যাওয়ায় তারা অন্যান্য পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিলেন। পরে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় ২ ট্রাকচালক নিহত হন। নিহত দু’জন ওই ট্রাকেরই চালক।

মরদেহ ২টি উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables