
ছবি: সংগৃহীত
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ছাত্র-জনতার সহিংস বিক্ষোভে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে বিষয়টি জানা গেছে। আগামীকাল জামাল ভূঁইয়াদের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টি খেলার কথা ছিল। প্রথম ম্যাচটি গোল শূন্য সমতায় শেষ হয়।
এর আগে বিক্ষোভের কারণে বাংলাদেশ দলের আজকের (সোমবার) নির্ধারিত সময়ের অনুশীলন বাতিল করা হয়। আপাতত টিম হোটেলেই আছেন ফুটবলাররা। ম্যাচ বাতিল হওয়ায় ফুটবলারদের দ্রুত এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাফুফে।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, এরই মধ্যে বিক্ষোভে ১৯জন নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৭ জনের অনেকের অবস্থা আশঙ্কাজনক।