
ফাইল ছবি
রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে আমির লাল সর্দার (৩৫) নামের এক প্লাস্টিক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। গতকাল শুক্রবার সকালে মিটফোর্ডের কালীবাড়িতে এক প্যাকেজিং কারখানায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
পরে সেখান থেকে আমিরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মিটফোর্ড হাসপাতাল নেওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
আমির বরিশালের গৌরনদী উপজেলার তালেব সর্দারের ছেলে। বর্তমানে তিনি কালীবাড়িতে প্যাকেজিং কারখানায় থাকতেন। নিহতের স্ত্রী ও দুই সন্তান তার গ্রামের বাড়িতে থাকেন।
নিহতের ছোট ভাই পারভেজ জানিয়েছেন, তার বড় ভাই আমির লাল প্লাস্টিকের ব্যবসার সাথে জড়িত। তিনি ইসলামবাগে আমির হোসেন নামে আরেকজনের সঙ্গে ব্যবসায়ের পার্টনার ছিলেন। পাশাপাশি আমির হোসেনের প্যাকেজিং কারখানায় চাকরি করতেন।
তিনি বলেন, ‘গত তিন বছর যাবত ফ্যাক্টরির এই মালিক কোনো হিসাব-নিকাশ দিচ্ছিলেন না। এসব নিয়ে ভাইয়ের সঙ্গে সপ্তাহখানেক আগে ওই লোকের ঝগড়া হয়। শুক্রবার সকালে আমির হোসেনের বোন জামাই ফারুক, হেলাল ভাইকে মারধর করে এবং বুকে-পেটে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ’
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।