Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫

রাতভর বৃষ্টি :রাজধানীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ১ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

রাতভর বৃষ্টি :রাজধানীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা

ছবি: সংগৃহীত

রাতভর বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে। বুধবার (১ অক্টোবর) ভোর থেকে বিপাকে পড়েন যাত্রীরা। জলাবদ্ধতার ফলে সড়কে চলতে গিয়ে বিকল হয়ে পড়ে বেশ কিছু যানবাহন। অল্প যানবাহন থাকা সত্ত্বেও তৈরি হয় যানজট।

মঙ্গলবার রাতভর বজ্রপাতসহ ভারি বৃষ্টি। বৃষ্টিস্নাত রাত রাজধানীবাসীকে স্বস্তির ঘুম এনে দিলেও ঘুম ভাঙতেই জলাবদ্ধতার সেই চিরচেনা দুর্ভোগ বাস্তবতা মনে করিয়ে দেয়।পূজার ছুটি থাকায় রাস্তাঘাটে যানজট কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে, কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকেই। খালি পায়ে, ভ্যানে করে চলতে দেখা যায় যাত্রীদের।

গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানান, রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে না। যে অল্প কয়েকটি বাস রাস্তায় বেরিয়েছে, সড়ক তলিয়ে থাকায় সেগুলোও বিকল হয়ে গেছে। সিএনজি-অটোরিকশার ভেতরে থেকে ভিজতে হচ্ছে। ভোগান্তির শেষ নেই যেন।নিউমার্কেটের ভেতর থেকে মোটর দিয়ে পানি সরানো হচ্ছে । ছবি: সময় সংবাদ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে নিউমার্কেটের ভেতরে। মোটর দিয়ে পানি সরানো হচ্ছে ।জলাবদ্ধতার এই চিরচেনা সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি চালক-যাত্রী সকলের। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables