
ফাইল ছবি
হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে’কে। জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। ব্যাঙ্গালোরে দলীয় সূত্রগুলো এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু।
সূত্রগুলো বলেছেন, ব্যাঙ্গালোরের এম এস রামাইয়া হাসপাতালে ৮৩ বছর বয়সী এই নেতাকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। কংগ্রেসের এক নেতা বলেন, জ্বর বেশি হওয়ায় এবং তিনি পায়ে খুব ব্যথা অনুভব করায় মঙ্গলবার হাসপাতালে নেয়া হয়েছে তাকে। তিনি ভাল আছেন। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। চিকিৎসকরা তাকে নজরদারিতে রাখছেন।