Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫

নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই সরে দাঁড়িয়েছি: তামিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ১ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই সরে দাঁড়িয়েছি: তামিম

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে একের পর এক জটিলতা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ আরো কয়েকজন। তিনি জানান, নোংরামির সঙ্গে থাকতে চান না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ অক্টোবর। তার আগে বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর এদিনই মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে আসা ১৫টি ক্লাব অংশ নিতে পারবে না বিসিবির এই নির্বাচনে, গতকাল বিকেলে এমন নির্দেশনা দেন হাইকোর্ট।

তারপরই খবর চাওড় হয়, রাতের মধ্যেই সমঝোতা না হলে নির্বাচন প্রত্যাহার করবেন তামিমের নেতৃত্বাধীন ১২-১৩ টি ক্লাব। আর সকালেই মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তারা

Walton Refrigerator cables
Walton Refrigerator cables