
ছবি: সংগৃহীত
নেপালে বিক্ষোভের মুখে সরকার পতনের পর বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার রাতে নেপাল সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর জামাল ভূঁইয়াদের সামরিক বাহিনীর সহায়তায় বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
আজ সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জামাল ভূঁইয়া-রাকিব হাসানরা। বেলা সাড়ে ১১টার পর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু ফুটবলাররাই নয়, বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা এ এস এম সাদেক বলেন, ‘কাঠমান্ডুর পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। ত্রিভুবন বিমানবন্দরও সচল হয়ে গিয়েছে। এখানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর সব চেষ্টাই করা হচ্ছে। আমাদের অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আমরা বাংলাদেশ বিমানের সঙ্গে কথা বলে জেনেছি, তারা আগামীকাল (আজ) দুপুর সাড়ে ১২টায় বড় একটা বিমান দেবে। সেই বিমানে ফুটবল দলকে পাঠাতে পারব বলে আশাবাদী।’
গতকালই বিশেষ বিমানের জন্য নেপালের সেনাবাহিনীকে চিঠি দেয় দূতাবাস। এ এস এম সাদেক বলেন, ‘বাংলাদেশ ফুটবল দলকে বিশেষ ব্যবস্থায় পাঠানোর জন্য আমরা এখানকার সেনাবাহিনীর কাছে একটা চিঠি দিয়েছি। এখনও সেখান থেকে কোনো সবুজ সংকেত পাইনি। যদি সেনাবাহিনী অনুমতি দেয়, তাহলে আমরা বিশেষ বিমানে ফুটবল দলকে ঢাকায় পাঠাব। আর না দিলে বাংলাদেশ বিমানের ফ্লাইটেও ব্যবস্থা করব।’