
ছবি: সংগৃহীত
অযৌক্তিকভাবে পৌরকর বৃদ্ধির প্রতিবাদ ও পানিকর বাতিলের দাবিতে মিছিল সহকারে যশোর পৌরসভা ঘেরাও করেছে জনতা। পৌর নাগরিক কমিটির ব্যানারে বৃহস্পতিবার দুপুর ১২টায় এ ঘেরাও এ কর্মসূচি পালন করা হয়। পরে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠানহলেও যশোর পৌরসভা দীর্ঘদিন ধরে নিপীড়নমূলক আচরণ করছে। খাতওয়ারি সেবা না দিলেও দফায় দফায় কর বৃদ্ধি করছে। এর প্রতিবাদে আজ দুপুর যশোর বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ মিছিলসহ পৌরসভা ঘেরাও করে। এরপর পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে সভা করে।
এসময় পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে নাগরিক আন্দোলনের মুখে পৌরসভা ৫ বছর অন্তর কর অ্যাসেটমেন্ট সাপেক্ষে কর নির্ধারণে সম্মত হলেও তারা আবার অযৌক্তিক কর আরোপ শুরু করেছে। তাছাড়া পৌর করের সাথে ১০ শতাংশ পানি কর হলেও তার কোন সেবা পাওয়া যায় না। এছড়া নাগরিকরা অন্যান্য নাগরিক সেবা থেকেও বঞ্চিত। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষের সাথে পৌর নাগরিক কমিটি যশোরের সমঝোতা চুক্তি অনুযায়ী সাবেক মেয়র মারুফুল ইসলামের সময়কালের পর থেকে সকল অ্যাসেটমেন্ট ও কর বাতিল করতে হবে। নতুন অ্যাসেটমেন্টের মাধ্যমে কর নির্ধারণ করতে হবে। এরজন্য সুনির্দিষ্ট আগামী ১৫ দিনের মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা নির্ধারণ করার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় পৌরকরসহ সকল ধরনের কর বন্ধের হুঁশিয়ারি দেন তারা।
এসময় সংগঠনের আহ্বায়ক শওকত আলী খান, উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। পৌরসভার প্রধান সহকারী উত্তম কুমার স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বিষয়টি পৌর প্রশাসককে অবহিত করবেন বলে আশ্বাস দেন।