Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১০ ১৪৩২, শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫

স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা স্বর্ণালংকার লুট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা স্বর্ণালংকার লুট

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ী দুলাল পাল কালিয়াকৈর বাজারের গ্রামীণ জুয়েলার্সের মালিক। চাপাইর বংশাই ব্রিজ-সংলগ্ন এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈর বাজারের স্বর্ণ ব্যবসায়ী দুলাল পাল প্রতিদিনের মতো রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দেন। তিনি কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েক দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। 

পরে আশপাশে লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন,  লুট হওয়া জিনিস ও টাকা উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables