Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৯ ১৪৩২, শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে পাহাড় থেকে আবারও উদ্ধার ৫, আটক ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

কক্সবাজারে পাহাড় থেকে আবারও উদ্ধার ৫, আটক ২

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত পাঁচজনকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তবে আটক ও উদ্ধারদের নাম-পরিচয় নিশ্চিত করেননি তিনি।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে দুর্বৃত্তরা মুক্তিপণের দাবিতে কয়েকজনকে অপহরণ করে জিম্মি রাখার খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মুক্তিপণ আদায় এবং মালয়েশিয়া পাচারের উদ্দেশে জিম্মি রাখা পাঁচজনকে উদ্ধার করা হয়।’

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, ‘উদ্ধারদের দেয়া তথ্য মতে, মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধারদের স্বজনদের কাছে হস্তান্তর এবং আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।’

একই পাহাড় থেকে এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) র‌্যাব ও বিজিবি অস্ত্রসহ তিন পাচারকারীকে আটক করে এবং উদ্ধার করে ৮৪ ভুক্তভোগীকে। কোস্টগার্ড ১৮ সেপ্টেম্বর ৬৬ জনকে উদ্ধার করে, ১৬ সেপ্টেম্বর বিজিবি ১১ জনকে উদ্ধার করে ১২ জনকে আটক করে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables